ভারতে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলাদেশ। ভারতে ওষুধ এবং অন্যান্য সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে ১০ হাজার অ্যান্টি ভাইরাল ইনজেকশন, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য ট্যাবলেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার।
বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গেছে। প্রয়োজনে আরও সাহায্য করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ।
ভারতে করোনায় হাজার হাজার মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বাংলাদেশ। সেইসঙ্গে ভারতকে সবরকম সাহায্যের অঙ্গীকার করেছে প্রতিবেশী এই দেশ।