হোমঅন্যান্যজেলায় জেলায়Ghatal : জলে ভাসছে ঘাটালের বিস্তীর্ণ অংশ, দুর্গত এলাকায় সুব্রত মুখার্জি

Ghatal : জলে ভাসছে ঘাটালের বিস্তীর্ণ অংশ, দুর্গত এলাকায় সুব্রত মুখার্জি

Ghatal : জলে ভাসছে ঘাটালের বিস্তীর্ণ অংশ, দুর্গত এলাকায় সুব্রত মুখার্জি

বিশেষ প্রতিনিধি : ২ দিনের টানা বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে ঘাটাল (Ghatal), দাসপুরের বিস্তীর্ণ এলাকা। এই নজিরবিহীন বিপর্যয়ের জন্য কেন্দ্রকে দায়ী করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি (Subrata Mukherjee)।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার ঘাটাল সহ বিস্তীর্ণ অঞ্চলের পরিস্থিতি নৌকায় চেপে ঘুরে দেখেন রাজ্যের প্রবীণ এই মন্ত্রী।

সুব্রতবাবু বলেন, “এবারের মত বন্যা আগে কখনও দেখিনি। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তাঁর কথায়, “ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করেনি কেন্দ্র। নেহেরুর আমল থেকে মোদি জমানা, পরিস্থিতি বদলায়নি।”

তিনি বলেন, “রাজ্যের একার পক্ষে এত বড় প্রকল্প রূপায়ণ সম্ভব নয়। তবুও মমতা ব্যানার্জি সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

তবে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img