Fixed deposit বা স্থায়ী আমানত হল নিশ্চিত রিটার্ন পাওয়ার সেরা বিকল্প। করোনা পরিস্থিতিতে গ্রাহক টানতে স্থায়ী আমানতে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে বাজাজ ফিনান্স।
FD তে বিনিয়োগের ক্ষেত্রে ভাল সুদ পেয়ে রিটার্ন বাড়াতে হলে টাকা দীর্ঘ মেয়াদে রাখাই বুদ্ধিমানের কাজ। চক্রবৃদ্ধি হারে সুদের নীতি মেনে যত বেশিদিনের জন্য আপনি বিনিয়োগ করবেন, ততই ভাল রিটার্ন পাবেন।
বাজাজ ফিনান্স FD তে 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি ৫ বছরে ৮১ হাজার টাকার বেশি সুদ পেতে পারেন। যেমন,
60 বছরের নীচে 2 বছর 6.40% 26,419 টাকা, মোট 2,26,419 টাকা।
60 বছরের নীচে 5 বছর 6.80% 77,899 টাকা, মোট 2,77,899 টাকা।
প্রবীণ নাগরিক 2 বছর 6.65% 27,484 টাকা, মোট 2,27,484 টাকা
প্রবীণ নাগরিক 5 বছর 7.05% 81,166 টাকা 2, 81,166 টাকা
ল্যাডারিং বা বিভিন্ন ধাপে বিনিয়োগ করেও সঞ্চয় বাড়ানো যেতে পারে। এ ক্ষেত্রে শুধুমাত্র একটি FDতে বিনিয়োগ না করে, একাধিক FD বুক করে ধাপে ধাপে বিনিয়োগ করা যেতে পারে।
পাঁচ বছরের মেয়াদে করা FD-তে সর্বাধিক 7.05% সুদ মিলতে পারে। এর আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। যেমন FD-র উপরে অনলাইন ঋণের সুযোগ, 25,000 টাকার ন্যূনতম বিনিয়োগের সুবিধা ইত্যাদি।