হোমসাহিত্য-সংস্কৃতি'সেইসব ফেলে আসা দিনযাপন': পাঠকমহলে ভালো সাড়া, আপ্লুত লেখক

‘সেইসব ফেলে আসা দিনযাপন’: পাঠকমহলে ভালো সাড়া, আপ্লুত লেখক

‘সেইসব ফেলে আসা দিনযাপন’: পাঠকমহলে ভালো সাড়া, আপ্লুত লেখক

‘সেইসব ফেলে আসা দিনযাপন’ বইটি এবারের কলকাতা পুস্তক মেলায় পাঠকমহলে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। ষাট-সত্তরের দশকে যাঁদের শৈশব কৈশোর কেটেছে, এই বই তাঁদের ছেলেবেলার অনেক স্মৃতি ফিরিয়ে দিতে পারে। এই প্রজন্মের তরুণ-তরুণীরা বইটির প্রতি যেভাবে আগ্রহ দেখিয়েছেন, তাতে আপ্লুত লেখক বিশ্বরূপ মুখোপাধ্যায়।

কলকাতা বইমেলায় বেশ কয়েকটি স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে, অক্ষর প্রকাশনী ( স্টল নম্বর ১৭২); কোরক ( স্টল নম্বর ৪৯১); কলকাতা প্রেস ক্লাব ( স্টল নম্বর ৪১৪); ৯ নম্বর গেটের কাছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে সাহিত্য রংবেরং ( টেবিল নম্বর ৯৬)।

পেশায় জনসংযোগ বিশেষজ্ঞ বিশ্বরূপবাবু একসময় দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। নিয়মিত সাহিত্যচর্চা করেন। এর আগেও তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img