হোমসাহিত্য-সংস্কৃতিমুম্বই হামলায় জীবিতদের নিয়ে কাঞ্চনের বই "I Heard Bullets"

মুম্বই হামলায় জীবিতদের নিয়ে কাঞ্চনের বই “I Heard Bullets”

মুম্বই হামলায় জীবিতদের নিয়ে কাঞ্চনের বই “I Heard Bullets”

প্রকাশিত হল লেখিকা কাঞ্চন কানোজিয়ার প্রথম বই “I Heard Bullets”. মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় যাঁরা বেঁচে গিয়েছিলেন, তাঁদের নিয়েই নানা কাহিনী এই বইয়ে তুলে ধরেছেন কাঞ্চন।

১৩ বছর কেটে গেলেও, ২০০৮-এর ২৬ নভেম্বরের মুম্বই হামলার স্মৃতি এখনও দুংস্বপ্নের মতো জীবিতদের তাড়িত করে চলেছে। সেই হামলায় জীবিত মানুষজন এখন কীভাবে বেঁচে রয়েছেন এবং কীভাবে তাঁদের পুনর্বাসনের বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে, তা সুনিপুণভাবে বইটিতে তুলে ধরা হয়েছে। বলতে গেলে কাঞ্চনের গত ১২ বছর ধরে নিরলস পরিশ্রমের ফসল হল এই বই।

জীবিতদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন এবং তা বস্তুনিষ্ঠভাবে বর্ণনা করেছেন কাঞ্চন। কলকাতায়
বইটির প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট অভিনেতা বরুণ চন্দ। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঞ্চন বলেন, “মুম্বই হামলায় যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁদের মধ্যে ধনীরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন প্রান্তিক মানুষজন। দুই বিপরীত মানুষ এখন কী অবস্থায় জীবনযাপন করছেন, তা বুঝতে সাহায্য করবে এই বই।” বইটির প্রকাশক হলেন রবি ভাট।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img