রঙের উৎসব দোলকে ঘিরে মাতোয়ারা গোটা দেশ। কেউ জল রং, কেউ আবির খেলতে পছন্দ করেন। তবে রংয়ের মধ্যে রাসায়নিক মেশানো থাকায়, তা ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই বলে ত্বকের ভয়ে রং খেলা হবে না, তা কখনও হয়?
ঘরোয়া উপায়ে ত্বককে বাঁচিয়ে কীভাবে দোল খেলবেন, তা নিয়ে এখানে কয়েকটি টিপস দেওয়া হল।
১. রং খেলার আগে পাতি লেবুর রস, টক দই, বেসন, মধু আর অ্যালোভেরা দিয়ে একটি ঘরোয়া প্যাক তৈরি করে নিন। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখধুয়ে নিন। তারপর এই মিশ্রণটি ১৫ মিনিট মতো ত্বকে মেখে নিন। শুকিয়ে এলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। স্নানের পর মুখ মুছে ফেলুন। এরপর ত্বকে ভাল করে অ্যালোভেরা জেল মেখে নিন।
২. ভেজাল আবির বা রাসায়নিক রং ত্বকের ক্ষতি করতে পারে। তাই রং তোলার পর মুখে কিছু ক্ষণ বরফ ঘষে নিন।
৩. রং খেলে এসে প্রথমে একটি ভিজে নরম কাপড় দিয়ে মুখের রং তোলার চেষ্টা করুন। জোরে ঘষবেন না। এতে চামড়ার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। প্রথমেই জল দিয়ে মুখ ধোবেন না। তাতে রং আরও বেশি করে ত্বকে বসে যাবে।