পরিবেশ দূষণের বাড়বাড়ন্তের যুগে বৈদ্যুতিক যানের চাহিদা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে অনেক বড় বড় সংস্থা বাজারে নিয়ে এসেছে ৪ চাকার গাড়ি। এবার ২ চাকার ইলেকট্রিক মোটরবাইক নিয়ে এল স্টার্ট-আপ সংস্থা “ম্যাটার”।
আপাতত এই সংস্থা ৪টি মডেলের বাইক বাজারে আনতে চলেছে। এর মধ্যে আগামী ৩-৪ মাসের মধ্যে বাজারে ছাড়া হচ্ছে দুটি মডেল। এগুলির দাম রাখা হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার থেকে ১ লক্ষ ৫৪ হাজারের মধ্যে।
ম্যাটার গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও মোহল লালভাই বলেন, নতুন প্রজন্মের কথা ভেবে এই বাইকে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
ম্যাটার গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও অরুণ প্রতাপ সিং বলেন, “অনেক গবেষণার ফসল হল এই বাইক। একবার চার্জ দিলে এটি ১২৫ কিলোমিটার পথ চলতে পারে। আর চার্জ দিতে সময় লাগে মাত্র ৪ ঘণ্টা।”
তিনি আরও বলেন, পেট্রোল-ডিজেলের তুলনায় এই বাইকে খরচও অনেক কম। কিলোমিটার প্রতি খরচ পড়ে মাত্র ২৫ পয়সা।