দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের ৩ শহর। এর মধ্যে রাজধানী দিল্লিতে বায়ু দূষণ “অত্যন্ত মারাত্মক” চেহারা নিয়েছে। গত কয়েকদিন ধরে দিল্লির দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছে গিয়েছে। ভয়াবহ দূষণের কারণে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
সুইস গ্রুপ আইকিউএয়ার (IQAir)-এর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহর হল দিল্লি। রাজধানীতে বাতাসের গুণমানের সূচক (Air Quality Index) বা AQI হল ৪৮৩। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান সূচক ৩৭১। এরপরই তিন নম্বরে রয়েছে কলকাতা। কলকাতার বাতাসের গুণমান সূচক ২০৬।
চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, পঞ্চম স্থানে করাচি। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। সেখানে বাতাসের গুণমান সূচক ১৬২। তালিকায় এরপরে রয়েছে চিনের বেশ কয়েকটি শহর ও কুয়েত সিটি।
একিউআই ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে, তা ভালো বলে বিবেচনা করা হয়। আর ৪০০ থেকে ৫০০-র মধ্যে থাকলে, তা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক