হোমPlot1লেভেল-ক্রসিংয়ে নিয়মভঙ্গে কঠোর পদক্ষেপ, বার্তা রেল কর্তৃপক্ষের

লেভেল-ক্রসিংয়ে নিয়মভঙ্গে কঠোর পদক্ষেপ, বার্তা রেল কর্তৃপক্ষের

লেভেল-ক্রসিংয়ে নিয়মভঙ্গে কঠোর পদক্ষেপ, বার্তা রেল কর্তৃপক্ষের

লেভেল ক্রসিংগুলিতে বিধি লঙ্ঘন করলে, শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের পথে হাঁটতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। মানুষ যাতে নিরাপদ পারাপারের নিয়মগুলি সম্পর্কে সচেতন হন, সেজন্য রেলের পক্ষ থেকে বিভিন্ন লেভেল ক্রসিং গেটে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। নিয়মভঙ্গের বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করাই এর লক্ষ্য।

রেল কর্তৃপক্ষের বক্তব্য, অনেক যানচালক গেট ভেঙে চলে যান বা গেট নামানোর সময় যানজট সৃষ্টি করেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ শুধু ট্রেন চলাচলের সময়নিষ্ঠাকে ব্যাহত করে না, সেইসঙ্গে সড়কপথেও অযথা যানজট তৈরি হয়। এমনকি ছোট গাড়ি এবং পথচারীরাও অনেক সময় বন্ধ বা বন্ধ হওয়া অবস্থায় জোর করে লেভেল ক্রসিং পার হতে যান, যা ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে।

যদি কেউ কর্তব্যরত গেটম্যানকে সঠিক সময়ে গেট বন্ধ করতে বাধা দেন বা গেট বন্ধ থাকা অবস্থায় জোর করে প্রবেশ করেন, তবে রেলের আইন অনুযায়ী, একে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img