দিল্লির পর এবার কলকাতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজ মিলছে না, বৃহস্পতিবার দিল্লিতে এই মর্মে নিখোঁজ ডায়েরি করেছিল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ (NSUI)।
এবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে একই ধরনের মিসিং ডায়েরি করল তৃণমূল ছাত্র পরিষদ। ভবানীপুর থানায় টিএমসিপি-র হয়ে এই ডায়েরি করেছেন সংগঠনের দক্ষিণ কলকাতা শাখার নেতা অভিরূপ মুখোপাধ্যায়। ডায়েরিতে বলা হয়েছে, “অমিত শাহ কোথায়? তাঁর কোনও খবর না পেয়ে উদ্বিগ্ন। পুলিশ এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিক।”
টিএমসিপি নেতা অভিরূপ বলেন, “ভোটের সময় প্রায় প্রতিদিন পশ্চিমবঙ্গে যাতায়াত করতেন অমিত শাহ। কিন্তু ভোটের পর থেকে তাঁর দেখা নেই।”
অমিত শাহের নামে মিসিং ডায়েরি প্রসঙ্গে NSUI-এর সাধারণ সম্পাদক নাগেশ কারিয়াপ্পা বলেন, এই করোনা পরিস্থিতিতে দেশের মানুষ যখন গভীর সংকটে, তখন অমিত শাহের দেখা নেই।”