নিজস্ব প্রতিনিধি : ৫০তম বিজয় দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। ১৯৭১ সালে বিদেশের মাটিতে এই ডেপুটি হাইকমিশন ছিল প্রথম কূটনৈতিক মিশন। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এরপর ‘বঙ্গবন্ধু কর্নার’-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
দু’দিনের বিজয় উৎসবের উদ্বোধনী বক্তৃতায় উপ-হাইকমিশনার বলেন, “বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন কলকাতা। তাই বাংলাদেশের ৫০তম বিজয় দিবসে এই মিশনে বিজয় উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তৌফিক হাসান বলেন, “ভারত তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের ঋণের শেষ নেই। ৭২ লক্ষ শরণার্থী পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। এখানকার মানুষ তাঁদের খাবার ভাগ করে আমাদের দিয়েছেন।”
‘বিজয় উৎসব-২০২০’-এ প্রতিদিনই পশ্চিমবঙ্গ কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিব নগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। ১৮ এপ্রিল কলকাতা মিশনে প্রথম পতাকা উত্তোলিত হয়।