হোমঅন্যান্যস্বামীজি স্মরণে বরানগর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়

স্বামীজি স্মরণে বরানগর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়

স্বামীজি স্মরণে বরানগর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়

কোভিড বিধি মেনে যথাযথ মর্যাদায় স্বামীজির জন্মজয়ন্তী উদযাপন করল বরানগর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। বুধবার আশ্রম প্রাঙ্গনে স্বামীজির মূর্তির পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে পড়ুয়াদের পাশাপাশি হাজির ছিলেন শিক্ষক, আশ্রমের সন্ন্যাসী সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আশ্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বামী মহামৃতানন্দজী তাঁর ভাষণে স্বামীজির আদর্শ মেনে জীবনযাপন এবং তাঁর বাণী ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে যুব সম্প্রদায়ের কাছে আহ্বান জানান।
বক্তব্য রাখেন আশ্রম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী মতিদানন্দজীও।

এদিন ১৯৯৬ সালের গ-বিভাগের প্রাক্তন ছাত্ররা আর্থিকভাবে পিছিয়ে পড়া ১৪ জন ছাত্রের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে বৃত্তি তুলে দেন।

কোভিড পরিস্থিতির কারণে বহু ছাত্র ও অভিভাবকরা ইউ টিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img