হোমশিক্ষা'দান উৎসব' : আলোর উৎসবে দুঃস্থ শিশুদের পাশে বিবিআইটি পাবলিক স্কুল

‘দান উৎসব’ : আলোর উৎসবে দুঃস্থ শিশুদের পাশে বিবিআইটি পাবলিক স্কুল

‘দান উৎসব’ : আলোর উৎসবে দুঃস্থ শিশুদের পাশে বিবিআইটি পাবলিক স্কুল

আলোর উৎসব দীপাবলিতে দুঃস্থ পরিবারের সন্তানদের মুখে হাসি ফোটাতে এগিয়ে বিবিআইটি পাবলিক স্কুলের পড়ুয়ারা। সোমবার এই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে হয়ে গেল ‘দান উৎসব’। বজবজের কাছে নুঙ্গি স্টেশন সংলগ্ন বস্তির ১০০ শিশু এবং তাদের পরিবারের হাতে উপহার এবং মিষ্টি তুলে দেন বিবিআইটি পাবলিক স্কুলের ভাইস চেয়ারম্যান কে কে গুপ্ত এবং স্কুলের প্রিন্সিপাল ড. মুনমুন নাথ।

গরিব শিশুদের জন্য কম্বল ও মিষ্টি কিনতে নিজেরাই অর্থ সংগ্রহ করে পড়ুয়ারা। তাদের জামাকাপড়ও সংগ্রহ করা হয়। ছাত্রছাত্রীরা এখানকার দুঃস্থ শিশুদের হাতে খেলনা ও টেডি বিয়ার তুলে দেয়।

বিবিআইটি পাবলিক স্কুলের ভাইস চেয়ারম্যান কে কে গুপ্ত বলেন, “আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এ ধরনের উদ্যোগে আমি অত্যন্ত খুশি হয়েছি। ভবিষ্যতে যাতে তারা যাতে আরও এ ধরনের কাজে উদ্যোগী হয়, সেই লক্ষ্যে আমরা পড়ুয়াদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। স্কুলের কাছে এটা একটা গর্বের মুহূর্ত।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img