হোমঅন্যান্যউচ্চবিত্তের নয়া ঠিকানা বেঙ্গল পিয়ারলেসের 'অভিদীপ্তা টু'

উচ্চবিত্তের নয়া ঠিকানা বেঙ্গল পিয়ারলেসের ‘অভিদীপ্তা টু’

উচ্চবিত্তের নয়া ঠিকানা বেঙ্গল পিয়ারলেসের ‘অভিদীপ্তা টু’

মহানগরীতে উচ্চবিত্ত মানুষের নতুন ঠিকানা হতে চলেছে অভিদীপ্তা টু। বাইপাসের মুকুন্দপুরে ২.৬৩ একর জমির উপর গড়ে উঠছে এই আবাসন। থাকছে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা। এই আবাসনে রয়েছে ৪৬ তলার দুটি টাওয়ার। এগুলির নাম রাখা হয়েছে ডায়মন্ড ও প্ল্যাটিনাম।

এই আবাসনের নির্মাণের দায়িত্বে রয়েছে বেঙ্গল পিয়ারলেস হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানি। বৃহস্পতিবার এই আবাসন চত্বরে এক অনুষ্ঠানে সংস্থার সিইও কেতন সেনগুপ্ত বলেন, “করোনা অতিমারী মানুষের স্বাভাবিক জীবনযাপনকে এলোমেলো করে দিয়েছে। তবে আমরা সব নির্মাণকর্মীকে টিকাদানের ব্যবস্থা করেছি।

বেঙ্গল পিয়ারলেসের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৪-এর এপ্রিলে। এ পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য ৫ হাজার ইউনিট বাসস্থান তৈরি করেছে এই সংস্থা। আগামী ৪ বছরের মধ্যে আরও ৩ হাজার ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে বেঙ্গল পিয়ারলেসের।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img