হোমরাজ্যমার্চে মাধ্যমিক আর এপ্রিলে উচ্চ মাধ্যমিকের প্রস্তাব, মমতার সম্মতির অপেক্ষা

মার্চে মাধ্যমিক আর এপ্রিলে উচ্চ মাধ্যমিকের প্রস্তাব, মমতার সম্মতির অপেক্ষা

মার্চে মাধ্যমিক আর এপ্রিলে উচ্চ মাধ্যমিকের প্রস্তাব, মমতার সম্মতির অপেক্ষা

আগামী বছর মার্চে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চমাধ্যমিক হতে চলেছে। বুধবার মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে স্কুল শিক্ষা দফতরে এই প্রস্তাব পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে সম্মতি দিলে, পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।

দুটি পরীক্ষাই হবে অফলাইনে। ১৬ নভেম্বর থেকে স্কুল খুলে যাচ্ছে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হবে। তাই আগামী বছর দুটি পরীক্ষা অফলাইনে নিতে কোনও সমস্যা হবে না বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। তবে টেস্ট পরীক্ষা হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্কুলগুলিই। বোর্ড সেখানে কোনওরকম হস্তক্ষেপ করবে না।

Read More : ১৫ নয়, ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল, জানালেন মমতা নিজেই

এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

গত বছর মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকায় কোনও ক্লাসের পরীক্ষাই হয়নি।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মিলিয়ে চলতি বছরে প্রায় কুড়ি লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসতে পারেনি।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img