এখনও রাজ্যে শীতের দাপট কমেনি। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১১ জানুয়ারি, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার অর্থাৎ ১৪ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে।
বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
১১ তারিখ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। পরদিন ১২ জানুয়ারি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ অন্য জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহে রাজ্যে প্রবল ঠান্ডার সম্ভাবনা ছিল। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে তা সম্ভব হচ্ছে না। উত্তুরে হাওয়া আগমনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা। তাই আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ কিছুটা চড়তে পারে।