করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হতে থাকায় আয়কর রিটার্নের সময়সীমা আবার বাড়াল কেন্দ্র। মঙ্গলবার আয়কর দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত ২০২১-২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করা যাবে। বারবার রিটার্নের মেয়াদ বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এবার তা আবার বাড়ানো হল।
তবে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে শেষ সময়সীমা ১৫ মার্চ হলেও, অন্যান্য অডিট রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাওয়া যাবে।
কী কারণে এই সময়সীমা বাড়ানো হয়েছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রীয় রাজস্ব মন্ত্রকের অধীন আয়কর দফতর জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি এবং ই-ফাইলিংয়ের ক্ষেত্রে করদাতারা যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা বিবেচনা করেই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হল।
২০২১-২২ আর্থিক বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ জুলাই। পরে দুই দফায় তা বাড়িয়ে প্রথমে ৩০ নভেম্বর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।