কল্যাণীতে চলছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর দক্ষিণ বঙ্গ সীমান্ত আয়োজিত ৪৮তম আন্তঃসীমান্ত ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ অক্টোবর) এক কল্যাণী স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়। ১১ অক্টোবর পর্যন্ত চলা এই প্রতিযোগিতার খেলাগুলি গিয়াসপুর টাউন ক্লাব গ্রাউন্ড এবং আইএসইআর গ্রাউন্ডেও অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকাতায় বিএসএফ-এর সীমান্ত সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রবীণ কুমার সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।
বিএসএফ-এর বিভিন্ন সীমান্তের দলগুলি এক নজরকাড়া কুচকাওয়াজে অংশ নেয়। প্রতিযোগিতায় ১১টি বিএসএফ সীমান্তের ফুটবল দল অংশগ্রহণ নিয়েছে। এখন লীগ এবং নকআউট পর্যায়ের খেলাগুলি চলছে। ১১ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। উদ্বোধনী খেলায় দক্ষিণবঙ্গ সীমান্ত কাশ্মীর ফ্রন্টিয়ারকে ১-০ ব্যবধানে পরাস্ত করে।