হোমPlot1CAA,NRC: পার্ক সার্কাসে প্রতিবাদী প্রৌঢ়ার মৃত্যু

CAA,NRC: পার্ক সার্কাসে প্রতিবাদী প্রৌঢ়ার মৃত্যু

CAA,NRC: পার্ক সার্কাসে প্রতিবাদী প্রৌঢ়ার মৃত্যু

পার্ক সার্কাস ময়দানের আন্দোলন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী প্রৌঢ়া। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় বছর ৫৭-র সামিদা খাতুনকে।

সিআইডি রোডের বাসিন্দা সমীদা টানা ছাব্বিশ দিন ধরে সিএএ-এনআরসির বিরুদ্ধে পার্ক সার্কাস ময়দানে আন্দোলন করছিলেন৷ জানা গিয়েছে, শনিবার রাত বারোটা নাগাদ মঞ্চে থাকা অবস্থাতেই সমীদার বুকে ব্যাথা হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ইসলামিয়া হাসপাতালে ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিত্তরঞ্জন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে৷ শামিদার মৃত্যুর খবর পৌঁছতেই মাইক বন্ধ করে প্রতিবাদ চালাতে থাকেন আন্দোলনকারীরা।

অন্য আন্দোলনকারীদের দাবি,  প্রৌঢ়া উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়বার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলেই জানান অন্যান্য আন্দোলনকারীরা। যদিও সামিদার পরিবারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img