কার্টুন

কার্টুন

দীপ মুখোপাধ্যায়
কার্টুন আঁকার ধকল ভারী
তবুও ছড়ায় আলাপচারি
আচার ভেবে চাটুন
সুযোগ পেলে ধরুন ধামা
বদল করুন আগের জামা
মামার পিছন হাঁটুন।
ভোটবাজারে কী আর লিখি
শিখছি শুধুই ফন্দিফিকির
রাজনৈতিক লোকরা দাদা
নিজেই এখন কার্টুন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img