হোমদেশহাসপাতালে ভর্তিতে কোভিড পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়, লাগবে না পরিচয় পত্রও

হাসপাতালে ভর্তিতে কোভিড পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়, লাগবে না পরিচয় পত্রও

হাসপাতালে ভর্তিতে কোভিড পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়, লাগবে না পরিচয় পত্রও

করোনা পজিটিভ রিপোর্ট না থাকলেও হাসপাতালে ভর্তি হওয়া যাবে। করোনার উপসর্গ থাকলেই রোগীরা হাসপাতালে ভর্তি হতে পারবেন। অর্থাৎ হাসপাতাল থেকে কোনও রোগীকেই ফেরানো যাবে না।

ভয়াবহ কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নয়া এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

ওই নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালে ভর্তির জন্য রোগীর পরিচয় পত্র না থাকলেও চলবে।

দেশের সবকটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, কারোর মধ্যে করোনার উপসর্গ দেখা গেলে, তাঁকে প্রয়োজন অনুযায়ী কোভিড কেয়ার সেন্টার, ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার এবং ডেডিকেটেড কোভিড সেন্টারে ওয়ার্ডে ভর্তি করতে হবে। কোনওভাবেই রোগীকে প্রত্যাখ্যান করা যাবে না। রোগী যদি অন্য কোনও শহরের বাসিন্দাও হন, তাহলে তাঁকে অক্সিজেন, জরুরি ওষুধ-সহ চিকিৎসা পরিষেবা দিতে হবে। একইসঙ্গে কেন্দ্র জানিয়ে দিয়েছে, যে শহরে হাসপাতালটি অবস্থিত, সেখানকার বৈধ পরিচয়পত্র দেখাতে না পারলেও, রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না।

করোনার ব্যাপক সংক্রমণের জেরে হাসপাতালগুলিতে বেডের চাহিদা বেড়েই চলেছে। এই অবস্থায় কেউ যাতে অকারণে বেড দখল করে না রাখে, সেদিকেও নজর দিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রক।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img