হেডিংলে টেস্টে লজ্জাজনক হার ভারতের। ইনিংস এবং ৭৬ রানে ভারতকে হারিয়ে দিল জো রুটের ইংল্যান্ড। সেইসঙ্গে সিরিজে সমতা ফেরালো ইংরেজরা। ৫ টেস্টের সিরিজের ফল আপাতত ১-১।
প্রথম ইনিংসে ভারতের ৭৮ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ৪৩২ রান। ৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বিরাট কোহলির দল। চতুর্থ দিনের লাঞ্চের আগেই ২৭৮ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।
ভারতের এই ব্যাটিং পিছনে রয়েছে অলি রবিনসনের বিধ্বংসী বোলিং। তিনি নিয়েছেন ৬৫ রানে ৫ উইকেট। অন্যদিকে, ক্রেগ ওভার্টন ৪৭ রানে ৩ উইকেট পেয়েছেন।
জো রুট দুই ইনিংসে শতরান করলেও ম্যাচের সেরা হয়েছেন রবিনসনই। দুই ইনিংস মিলিয়ে তিনি দখল করেছেন ৭টি উইকেট।