বিনা টিকিটের যাত্রী ধরতে ২ দিন ধরে বিশেষ অভিযান চালাল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ সহ বারাসত, গোবরডাঙা, হাবরা, বনগাঁ, হালিসহর, ব্যান্ডেল, নৈহাটি, শান্তিপুর,কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, লালগোলা, আজিমগঞ্জ প্রভৃতি স্টেশনে এই টিকিট পরীক্ষা অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার পবন কুমার।
এই টিকিট পরীক্ষা অভিযানে ২৩৮ জন অবৈধ টিকিটের যাত্রীকে ধরা হয়েছে। বুকিং ছাড়া পণ্য পরিবহনের জন্য ৫১১টি ক্ষেত্রে জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা বাবদ রেলের আয় হয়েছে ৯৮,৩১৫ টাকা।
শিয়ালদহের ডিআরএম দীপক কুমার নিগম জানিয়েছেন, এই অভিযানে বিশেষ সাফল্য মিলেছে। তিনি জানান, বৈধ টিকিট কেটে রেল সফরের জন্য যাত্রীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। পাশাপাশি টিকিট সংগ্রহের ক্ষেত্রে মোবাইলে ইউটিএস, এটিএম, কিউআর কোড প্রভৃতির মতো ডিজিটাল মতো ডিজিটাল মাধ্যমকে ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন দীপকবাবু।