হোমঅন্যান্যফেসবুক-ইনস্টাগ্রামে নয়া চমক, সরছে 'লাইক' অপশন

ফেসবুক-ইনস্টাগ্রামে নয়া চমক, সরছে ‘লাইক’ অপশন

ফেসবুক-ইনস্টাগ্রামে নয়া চমক, সরছে ‘লাইক’ অপশন

এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্টে লাইকের সংখ্যা অন্যদের কাছে লুকিয়ে রাখতে পারবেন। সমীক্ষায় দেখা গেছে, কোনও পোস্টে অন্যদের লাইক লুকিয়ে রাখার বিষয়টি কেউ কেউ পছন্দ করলেও, অনেকে আবার খুশি হতে পারেন না। কারণ লাইক দেখেই আঁচ করা যায়, কোন পোস্টটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং কোনটি ট্রেন্ডিং তালিকার শীর্ষে।

অ্যাকাউন্ট হোল্ডারদের নানারকম মানসিকতার কথা ভেবে নানা ধরনের পরীক্ষা চালানো হচ্ছে। এই কারণেই নতুন কিছু টুল আনা হয়েছে যাতে ডিরেক্ট মেসেজে অর্থাৎ ডিএম-এ যাতে আপত্তিকর বা অশ্লীল কোনো কনটেন্ট আসার আগে ব্যবহারকারী তা ফিল্টার করতে পারেন। এমনকি ফেসবুক ব্যবহারকারীরাও কোন কোন তথ্য দেখতে পাবেন এবং শেয়ার করতে পারবেন, সেটাও নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন।

এমনকি ফেসবুকে ফিড ফিল্টার বার থাকবে। কোন কোন ব্যক্তি পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবেন, তার নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে।

নতুন ব্যবস্থায় আপনি না চাইলে, ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুরাও আপনার পোস্টের লাইক বা কমেন্টগুলো দেখতে পাবেন না।

সেটিংসে নতুন কিছু অপশনের মাধ্যমে অন্যের পোস্টের লাইকের সংখ্যাও দেখতে না চাইলে অফ রাখতে পারেন। কোনো পোস্ট শেয়ার করার আগেই বন্ধ করে রাখা যেতে পারে লাইক প্রদর্শনের অপশন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img