হোমPlot1বিনামূল্যে রেশন আরও ৫ বছর, ঘোষণা প্রধানমন্ত্রীর

বিনামূল্যে রেশন আরও ৫ বছর, ঘোষণা প্রধানমন্ত্রীর

বিনামূল্যে রেশন আরও ৫ বছর, ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ৬ মাসের মধ্যে লোকসভার ভোট। আর সেই ভোটের আগে দেশবাসীকে আরও ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ছত্তিশগড়ের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আগামী ৫ বছর ৮০ কোটিরও বেশি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এই পবিত্র সিদ্ধান্ত নিতে আমাকে শক্তি দিয়েছে  আপনাদের ভালবাসা এবং আশীর্বাদই।”

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে যাঁরা রেশন পেতেন ষ, তাঁরা যাতে বঞ্চিত না হন, সেটাই সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্র। সে কারণে ওই প্রকল্পের গ্রাহকদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় আনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বিশ্বের ‘সবথেকে বড় খাদ্য নিরাপত্তা কর্মসূচি’।

২০২০ সালে কোভিড অতিমারির সময় মোদী সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এর অধীনেই মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়েছিল। সেই প্রকল্পকেই আগামী পাঁচ বছর চালু রাখার কথা শনিবার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img