হোমদেশবিনামূল্যে রেশন : চাপের মুখে মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার

বিনামূল্যে রেশন : চাপের মুখে মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার

বিনামূল্যে রেশন : চাপের মুখে মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্র। চাপের মুখে সেই মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মার্চ মাস পর্যন্ত এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে।

করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে মানুষের আর্থিক সঙ্কটের কথা বিবেচনা করে দেশজুড়ে এই বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছিল কেন্দ্র।

তারপর হঠাৎই বিনামূল্যে রেশন না দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। এর প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লেখেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।

অন্যদিকে, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্র এই প্রকল্প বন্ধ করে দিলেও, রাজ্য সরকার বিনামূল্যে দুয়ারে রেশন ব্যবস্থা চালু রাখবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img