হোমরাজ্যনতুন দিনের স্বপ্ন, পথশিশুদের পাশে এই প্রজন্মের পড়ুয়ারা

নতুন দিনের স্বপ্ন, পথশিশুদের পাশে এই প্রজন্মের পড়ুয়ারা

নতুন দিনের স্বপ্ন, পথশিশুদের পাশে এই প্রজন্মের পড়ুয়ারা

জুলাইয়ের পঁচিশ তারিখ। রবিবারের বিকেলটা ওদের কাছে ছিল অন্যরকম। ওদের ঠিকানা কেয়ার অফ ফুটপাথ। শিয়ালদহ স্টেশনের আশপাশে খোলা আকাশের নীচে ওদের শৈশব বড় হয়। নতুন জামা, দু’বেলা ঠিকমতো খাবারের সংস্থান সবদিন জোটে না ওদের। ওদের জীবন জন্ম থেকেই স্রোতের বিপরীতে। এবার এদের পাশে দাঁড়াল Rotaract club of George College। তাদের তরফ থেকে শিয়ালদহ স্টেশন সংলগ্ন নীলরতন সরকার হাসপাতালের দু’নম্বর গেটের সামনে একটি কর্মসূচি আয়োজন করা হয়। যার নামকরণ করা হয় NUTRITIO-1।

বর্তমানে করোনা অতিমারির প্রভাবে মানুষ শারীরিক, মানসিক, অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত। এই পরিস্থিতিতে আর্ত, বিপন্ন পথশিশুরা। তাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়ে রবিবার এগিয়ে এল জর্জ কলেজের এক ঝাঁক পড়ুয়া। হলুদ রঙা টি-শার্টে তাদের এই উজ্জ্বল উপস্থিতি যেন প্রতীকী আলো ছড়ালো ওই শিশুদের মুখে। একে একে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হল খাবারের প্যাকেট। এখানেই শেষ নয়; আগামীতেও এমন বিপন্ন শৈশবের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও এদিন নিয়ে নিল এই প্রজন্মের এক ঝাঁক ঝকঝকে মুখ। যে মুখ আগামীর স্বপ্ন দেখে মানুষের পাশে থাকার, আর্তের বন্ধু হওয়ার। আগামিদিনে এমন আরও কর্মসূচি রয়েছে বলে এদিন জানানো হয় Rotaract club of George College -এর পক্ষ থেকে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img