ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দুই দেশের মধ্যে প্রথম পাইপলাইন সংযোগ চালু হল। শনিবার বিকেলে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা করেন দুই প্রধানমন্ত্রী।
৩৭৭ কোটি টাকার এই প্রকল্পে বাংলাদেশের দিকে পাইপলাইন তৈরির জন্য খরচ করা হয় ২৮৫ কোটি টাকা। এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে উত্তর বাংলাদেশের ৭টি জেলায় পরিশোধিত ডিজেল পৌঁছবে।
প্রকল্পের সূচনা অনুষ্ঠানে হাসিনার প্রশংসা করে মোদী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে বাংলাদেশের প্রভূত উন্নতি হয়েছে। বাংলাদেশের এই উন্নয়নের অংশীদার হতে পেরে প্রত্যেক ভারতবাসী গর্বিত। মুজিবর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা মাথায় রেখেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর এক মিলিয়ন মেট্রিক টন ডিজেল বাংলাদেশে যাবে। ২০১৭ সালে এই পাইপলাইনের চুক্তি হয়েছিল।