জেআইএস গ্রুপের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রের ব্যতিক্রমী প্রতিভাদের “জেআইএস সম্মান” প্রদান করা হল। সেইসঙ্গে সম্মানিত করা হল বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে। এঁদের মধ্যে রয়েছেন, বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, ভারতীয় ধ্রুপদী তবলা বাদক বিক্রম ঘোষ, চেন্নাই অ্যাপোলো হাসপাতালের স্নায়ু-শল্য চিকিৎসক ডাঃ সিদ্ধার্থ ঘোষ এবং বিজ্ঞানী পার্থ প্রতিম মজুমদার।
শনিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে জেআইএস গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত সর্দার যোধ সিং-এর স্মরণে একটি ডাকটিকিটও প্রকাশ করা হয়।
এদিন জেআইএস গ্রুপ-এর অধীন বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও কর্মীদের পুরস্কৃত করার পাশাপাশি ছাত্রদের অ্যাকাডেমিক পুরস্কার এবং জেআইএস আইডিয়া-ও-মিটার-এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদেরও “জেআইএস স্পিরিট অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, “আমাদের শিক্ষক, কলেজের সমস্ত কর্মী এবং শিক্ষার্থীরা কঠোর প্রয়াসের মাধ্যমে যে কৃতিত্ব অর্জন করেন, তাঁদের সবাইকে অনুপ্রেরণা দিতেই এই সম্মান প্রদান। প্রত্যেক সম্মান প্রাপককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন কমলিকা চ্যাটার্জি ও রানা সরকার সহ টলিউডের বিভিন্ন শিল্পীরা।