হোমআন্তর্জাতিকJunior Wimbledon : ইতিহাস বঙ্গসন্তানের! চ্যাম্পিয়ন প্রবাসী সমীর

Junior Wimbledon : ইতিহাস বঙ্গসন্তানের! চ্যাম্পিয়ন প্রবাসী সমীর

Junior Wimbledon : ইতিহাস বঙ্গসন্তানের! চ্যাম্পিয়ন প্রবাসী সমীর

জুনিয়র উইম্বলডনে (Junior Wimbledon) পুরুষদের সিঙ্গলসে (Men’s Singles) জয়ী হলেন প্রবাসী বঙ্গসন্তান সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee)। প্রতিদ্বন্দ্বী ভিক্টর লিলভকে (Victor Lilov) ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে দিয়েছেন তিনি। আজ ফাইনালে মার্কিন প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি আমেরিকার নিউ জার্সির বাসিন্দা ১৭ বছরের সমীর। টেনিসের জগতে এটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম জয়।

আজ ১ ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে সরাসরি সেটে ভিক্টরকে হারিয়ে দেন সমীর। প্রথম সেটে ৫-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সমীর। এরপর লিলোভ লড়াইয়ে ফিরে আসেন। শেষ পর্যন্ত ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন সমীর। দ্বিতীয় সেটে লিলোভকে ৬-৩এ হারিয়ে দেন সমীর।

এ পর্যন্ত ৩ জন ভারতীয় এই খেতাব জিতেছেন। এঁরা হলেন, রমানাথন কৃষ্ণান (১৯৫৪), তাঁর ছেলে রমেশ কৃষ্ণান (১৯৭৯) এবং লিয়েন্ডার পেজ (১৯৯০)। তবে সমীর এই ট্রফি জিতলেন আমেরিকার নাগরিক হিসেবে।

এক সময় সমীরের বাবা-মা থাকতেন দিল্লিতে। তারপর তাঁরা চলে যান আমেরিকায়। সেখানেই সমীরের বেড়ে ওঠা এবং টেনিসের সঙ্গে সখ্যতা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img