বিশিষ্ট সাংবাদিক কমল ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী ও এক কন্যাকে।
সংবাদ প্রতিদিন পত্রিকার সঙ্গে শুরুর দিন থেকেই যুক্ত ছিলেন তিনি। ওই কাগজের দিল্লি ব্যুরোর চিফ এবং কলকাতায় চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এর আগে কমলবাবু যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকায় কাজ করেছেন।
বিভিন্ন সময়ে দেশের একাধিক প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গীও হয়েছিলেন তিনি।
কলকাতা প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদক পদেও নির্বাচিত হয়েছিলেন বিশিষ্ট এই সাংবাদিক। ছাত্র জীবনে জড়িয়ে পড়েছিলেন অতি বাম রাজনীতির সঙ্গে। বেশ কিছুকাল তাঁকে কারাবাসও
করতে হয়েছে।
তাঁর অমায়িক ব্যবহারের জন্য সাংবাদিকদের মধ্যে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন কমল ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর এবং সম্পাদক কিংশুক প্রামাণিক।