শপথ নিলেন নতুন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। সোমবার রাজভবনে শপথ নেন ৪৩ জন মন্ত্রী। এর মধ্যে ২৪ জন ক্যাবিনেট মন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।করোনা পরিস্থিতির কারণে মাত্র ৬ মিনিটের মধ্যেই শপথ গ্রহণ পর্ব সম্পন্ন করা হয়।
ভার্চুয়ালি শপথ নেন তিন পূর্ণমন্ত্রী অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ। ভারতীয় সংসদীয় ব্যবস্থার ইতিহাসে ভার্চুয়াল মাধ্যমে শপথ গ্রহণের ঘটনা এই প্রথম। অমিত মিত্র অসুস্থ এবং ব্রাত্য বসু ও রথীন ঘোষ করোনা আক্রান্ত।
মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কলকাতার ৭ জন ও উত্তর ২৪ পরগনার ৭ জন।
২৪ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ৫ জন নতুন মুখ। এঁরা হলেন রথীন ঘোষ, বঙ্কিম হাজরা, পুলক রায় ও গোলাম রব্বানী। নতুন মন্ত্রিসভায় রয়েছেন বাম আমলের খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী। এছাড়া মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ৯ জন মহিলা এবং ৭ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী রয়েছেন। এছাড়া রয়েছেন প্রাক্তন আইপিএস, ক্রিকেটারও।