হোমকলকাতাKolkata : কল্লোলিনীর দিনরাত্রির কাব্য

Kolkata : কল্লোলিনীর দিনরাত্রির কাব্য

Kolkata : কল্লোলিনীর দিনরাত্রির কাব্য

শ্যামল সান্যাল: কার্তিকের দিনরাত্রি কল্লোলিনী এই বিচিত্র শহরের আনাচে-কানাচে কুয়াশা, মেঘলা দিনে ও নিশীথে। বিচিত্র তার অবস্থান।

দিনের আলোয় তার চলনবলনে এক লড়াকু মুড, রাতে সে ঘুমাতে যাওয়ার আগে রহস্যময় বাউলের মতো। আধো অন্ধকারে কলকাতা একুশের যুবতী।

কলকাতা সেই 71-এর আর নেই। মৃণাল সেনের ক্যামেরা আজ ছবি তুললে সত্তরের দশকের রাগী, অভিমানী নগরীর কালোসাদা শরীর বহু খুঁজেও পাবে কি!

কলকাতার দিনরাত্রি এখন ভিন্ন সুরে গান করে। চোখের সামনে কত কী মেলে, উদাস হয়ে নগরীর বাসিন্দাদের সেদিকে নজর দেওয়ার মত সময়, মন কোথায়!

কবি, চিত্রকরদের কলমে তুলিতে আঁকা হয়ে যায় হবে বা। সেই দিনরাত্রির ছবি কোলাজে ধরা যাক এবারে। (ক্রমশ)

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img