হোমবিনোদননুসরতকে নিজেদের ভালোবাসার গল্প শোনাবেন সেলিব্রিটিরা, নয়া ভূমিকায় অভিনেত্রী

নুসরতকে নিজেদের ভালোবাসার গল্প শোনাবেন সেলিব্রিটিরা, নয়া ভূমিকায় অভিনেত্রী

নুসরতকে নিজেদের ভালোবাসার গল্প শোনাবেন সেলিব্রিটিরা, নয়া ভূমিকায় অভিনেত্রী

অভিনেত্রী থেকে সাংসদ। এবার রেডিও শো-এর সঞ্চালিকার ভূমিকায় নুসরত জাহান। ১৫ নভেম্বর থেকে ১০৪.৮ ইশক এফএম-এ শুরু হতে চলেছে “ইশক উইথ নুসরত-ভালোবাসায় বোল্ড”। শুধু রেডিওয় শোনা নয়, ইউটিউবেও দেখা যাবে এই শো।

ইশক উইথ নুসরত (Ishq with Nusrat) অনুষ্ঠানে অতিথি হয়ে যাঁরা আসবেন, তাঁরা তাঁদের বাস্তব জীবনের প্রেমের গল্প নুসরতের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। অতিথিদের তালিকায় রয়েছেন সেলিব্রিটিরা। তৃণমূল বিধায়ক মদন মিত্র, অভিনেতা যশ দাশগুপ্ত, দুই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী থেকে ইউটিউবার তথা বং গাই কিরণ দত্ত।

২ মাসের এই অনুষ্ঠানে রেডিওর জন্য থাকছে ২৪টি পর্ব। আর ৬টি পর্ব দেখা যাবে ইশক এফএম ইউটিউব চ্যানেলে।

শুধুমাত্র প্রেম, বিয়ে, ডিভোর্স, ছলনা নয়, ভালোবাসা ও সম্পর্কের নানা দিক নিয়ে সাহসী ও খোলামেলা আলোচনা হবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরত বললেন, “শোয়ের ভাবনা ও বিষয়বস্তু নিয়ে আমি অভিভূত। ইশক এফএমের এই শোয়ে অভিনবত্ব রয়েছে। রেডিওতে জীবনে প্রথম সঞ্চালনার কাজ আমি সত্যিই উত্তেজনা অনুভব করছি। আমার বিশ্বাস, শ্রোতারাও আমাকে নতুন ভূমিকায় দেখতে পেয়ে খুশি হবেন।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img