হোমরাজ্যসম্প্রীতির অনন্য নিদর্শন, লণ্ঠনের আলোয় উমাকে বিদায় সংখ্যালঘুদের

সম্প্রীতির অনন্য নিদর্শন, লণ্ঠনের আলোয় উমাকে বিদায় সংখ্যালঘুদের

সম্প্রীতির অনন্য নিদর্শন, লণ্ঠনের আলোয় উমাকে বিদায় সংখ্যালঘুদের

দেবাশিস পাল, মালদহ : সাম্প্রদায়িক সম্প্রীতির এ এক অনন্য নিদর্শন। লণ্ঠনের আলোয় দেবী দুর্গাকে বিদায় জানালেন সংখ্যালঘুরা। প্রতি বছরের মতো এবারও এই ঘটনার সাক্ষী থাকলেন চাঁচলের পাহাড়পুরের মড়া মহানন্দার ঘাটে বিসর্জনে আসা অসংখ্য মানুষ।

তবে এই রীতি আজকের নয়, প্রায় ৩৫০ বছরের পুরনো। সেসময় রাজবাড়িতে দুর্গোৎসবের সূচনা করেছিলেন চাঁচোলের রাজা রাম চন্দ্র রায় বাহাদুর। এখানকার মানুষের কাছে এটি রাজবাড়ির পুজো নামেই পরিচিত।

এখন রাজা নেই, নেই রাজ পরিবারের সেই বৈভবও। তবে রয়ে গিয়েছে রাজার আমলে তৈরি রীতি। আর সেই রীতি মেনেই দশমীতে নদীর ওপারে জড় হন সংখ্যালঘুরা। লণ্ঠনের আলোয় উমাকে বিদায় জানান তাঁরা।

কথিত আছে, কোন এক সময় চাঁচলের মড়া মহানন্দা নদীর তীরবর্তী বিদ্যানন্দপুর গ্রামে এক ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল। সেই সময় নাকি পাহাড়পুরের চন্ডী মন্দিরের দেবী স্বপ্নে ওই গ্রামের মানুষকে হ্যারিকেনের আলো দেখাতে বলেন। তখন থেকেই সেখানকার মানুষ লন্ঠনের আলো জ্বালিয়ে দশমীর দিন দেবীকে বিদায় জানিয়ে আসছেন।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img