এবার জাতীয় রাজনীতিতে নজর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আগামী ২৮ অক্টোবর, বৃহস্পতিবার গোয়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে থাকবেন ৩ দিন। ফিরবেন ১ নভেম্বর। সম্প্রতি গোয়ায় পা রেখেছে তৃণমূল কংগ্রেস। তারই সূত্রে তৃণমূল সুপ্রিমোর গোয়া সফর। চলতি মাসেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। কলকাতায় এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। তারপরই গোয়ার রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন রয়েছে গোয়ায়। ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও তৃণমূলের দলীয় অফিস খোলা হয়েছে।
এই প্রথম গোয়ার মাটিতে পা রাখতে চলেছেন মমতা, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
তবে গোয়া সফরের আগে মুখ্যমন্ত্রী যাবেন উত্তরবঙ্গে। নবান্ন সূত্রে খবর, ২৪ অক্টোবর বিকেলে উত্তরবঙ্গ রওনা মমতা। পরদিন তিনি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। ২৬ অক্টোবর তিনি যাবেন সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
সাম্প্রতিক দুর্যোগে পাহাড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনিক বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।