বৃহস্পতিবারই দেশে করোনা টিকা পাওয়া মানুষের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। তবে বর্তমানে যে গতিতে টিকাকরণ চলছে, তা বজায় থাকলে, দেশের সব পূর্ণ বয়স্ক টিকা পেতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত সময় লাগবে। অর্থাৎ আরও ৬ মাসের অপেক্ষা। পরিসংখ্যান অন্তত সেরকমই বলছে।
এখনও পর্যন্ত ৭৫ শতাংশ দেশবাসী একটি করে টিকা পেয়েছেন। অর্থাৎ প্রতি ৪ জন ভারতীয়ের মধ্যে ৩ জন অন্তত ১টি করে ডোজ পেয়েছেন।
Read More : নয়া মাইলফলক! ১০০ কোটি দেশবাসীকে টিকা, ৩ নম্বরে বাংলা
কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৪৪.৩% প্রাপ্তবয়স্কের আংশিক টিকাকরণ হয়েছে। বাকি ৩১% টিকার দুটি ডোজই পেয়েছেন।
একসময় দৈনিক টিকাকরণ ১ কোটিতে পৌঁছে গিয়েছিল। এখন তা কমে ৫০ লক্ষের আশেপাশে ঘোরাফেরা করছে।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৬০ কোটি থেকে ৭০ কোটি হতে ১৩ দিন, ৭০ কোটি থেকে ৮০ কোটি হতে ১১ দিন, ৮০ কোটি থেকে ৯০ কোটি হতে ১৪ দিন সময় লেগেছিল। আর ৯০ থেকে ১০০ কোটিতে পৌঁছতে ১৯ দিন সময় লেগেছে।