উপনির্বাচন চুকে গেলেই রাজ্যে পুরভোট হতে চলেছে। শনিবার তার স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, উপনির্বাচন শেষ হলেই, রাজ্যে বাকি ভোট হবে।
বাংলায় উপনির্বাচন শেষ হচ্ছে ৩০ অক্টোবর। সেই হিসেবে ডিসেম্বর বা আগামী বছরের গোড়ার দিকে পুরসভাগুলিতে ভোট হতে চলেছে। যদিও ভোট কখন হতে পারে, সে সম্পর্কে কিছু জানাননি মমতা।
রাজ্যের একশোরও বেশি পুরসভা এবং বেশ কয়েকটি কর্পোরেশনে গত বছর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। ভবানীপুরে উপনির্বাচন শেষ হয়ে গিয়েছে। বাকি ৪টি কেন্দ্রে উপনির্বাচন শেষ হবে ৩০ অক্টোবর। তারপর পুরভোটের প্রক্রিয়া শুরু হবে।