হোমরাজ্যMamata: পুজোর পর খুলবে স্কুল-কলেজ? কী বার্তা দিলেন মমতা

Mamata: পুজোর পর খুলবে স্কুল-কলেজ? কী বার্তা দিলেন মমতা

Mamata: পুজোর পর খুলবে স্কুল-কলেজ? কী বার্তা দিলেন মমতা

পুজোর পরে রাজ্যের স্কুল, কলেজে ফের পঠনপাঠন চালু হবে কি? বৃহস্পতিবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যের শিক্ষামহল।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, পুজোর ছুটির পর স্কুল খোলার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। বিকল্প দিনে স্কুল খুলবে। মমতা বলেন, “পুজোর (এবার পুজো হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে) ছুটির পর অল্টারনেটিভ দিনে অর্থাৎ একদিন পরপর যাতে স্কুল-কলেজ খোলা যায়, আমরা সে চেষ্টা চালাচ্ছি।”

মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা থেকে স্পষ্ট, পুজোর আগে কোনও অবস্থাতেই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।

তবে কোন কোন ক্লাস খোলা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বাচ্চাই হল না। আগে অন্নপ্রাশনের ভাবনাচিন্তা করা হচ্ছে।”

মুখ্যমন্ত্রী সরকারের ভাবনার কথা জানিয়েছেন। কিন্তু সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। যদি করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়, তবেই স্কুল, কলেজ খোলার পথে হাঁটবে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর ঘোষণায় তা স্পষ্ট।

গত বছরের মার্চে করোনা সংক্রমণের পর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের উঁচু ক্লাসে পঠন শুরু হয়েছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ফের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img