হোমরাজ্যআলাপন বিতর্কে মমতার পাশে প্রাক্তন আমলারা, কেন্দ্রকে আক্রমণ

আলাপন বিতর্কে মমতার পাশে প্রাক্তন আমলারা, কেন্দ্রকে আক্রমণ

আলাপন বিতর্কে মমতার পাশে প্রাক্তন আমলারা, কেন্দ্রকে আক্রমণ

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রীর চিঠিকে সমর্থন করে বিশিষ্ট প্রাক্তন আমলারা একসুরে কেন্দ্রকে আক্রমণ করলেন। প্রসার ভারতীর জহর সরকার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও রাজ্যপালের তীব্র সমালোচনা করেছেন। রাজপালকে বিজেপির লোক হিসেবে মন্তব্য করে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক কাজ করেছেন। এইভাবে কোনও অফিসারকে বদলি করা যায় না।”

বিষয়টি বিবেচনার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, তার প্রসংশা করেছেন জহরবাবু।

এই বিতর্কে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আর দুই প্রাক্তন আই এএস অর্ধেন্দু সেন ও অনিতা অগ্নিহোত্ৰী। অর্ধেন্দুবাবু একসময় রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্ৰী রবিশঙ্কর প্রসাদ মমতা ব্যানার্জিকে আক্রমম করে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img