নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসে কুলপির ট্যাংরাচকে শিশুদের হাতে লেখাপড়ার সামগ্রী তুলে দিল কাঁকুড়গাছি দেশপ্রেম ওয়েলফেয়ার সোসাইটি। সেইসঙ্গে বয়স্কদের কম্বল দান, দুঃস্থদের খাবার এবং মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিনও তুলে দেওয়া হয়।
নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পতাকা উত্তোলন করেন দেশপ্রেম সোসাইটির সভাপতি শিবাঞ্জন পাল। সংক্ষিপ্ত ভাষণে তিনি নেতাজির আদর্শে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
এই উদ্যোগে অংশ নিয়েছিলেন রাজঋত শেঠ, অঞ্জনা পাল, গোবিন্দ মল্লিক, দশরথ রবিদাস ,সুকন্যা ঘোষ, শুভম ঘোষ সহ অন্যান্যরা।