হোমঅন্যান্যএবার ওড়িশায় আইটিসি-র হোটেল 'ওয়েলকাম ভুবনেশ্বরে'র যাত্রা শুরু

এবার ওড়িশায় আইটিসি-র হোটেল ‘ওয়েলকাম ভুবনেশ্বরে’র যাত্রা শুরু

এবার ওড়িশায় আইটিসি-র হোটেল ‘ওয়েলকাম ভুবনেশ্বরে’র যাত্রা শুরু

এবার ওড়িশার মাটিতে পা রাখল আইটিসি হোটেল। ভুবনেশ্বরে যাত্রা শুরু হল “ওয়েলকাম ভুবনেশ্বর” হোটেলের। সোমবার এর উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। ওড়িশায় পর্যটন শিল্পের বিকাশে এই হোটেল উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আইটিসি গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী বলেন, “ভারতের বিভিন্ন অংশে হোটেল তৈরি করে পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে আইটিসি। এবার তাতে আরও একটি নতুন পালক যুক্ত হল।”

নিউ ভুবনেশ্বরে গড়ে ওঠা এই হোটেলের বিমানবন্দর থেকে দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। হোটেলটিতে একটি প্রেসিডেন্সিয়াল স্যুইট, ৩টি এক্সিকিউটিভ স্যুইট এবং ৪টি জুনিয়র স্যুইট সহ ১০৭টি রুম রয়েছে। রয়েছে ২৬০০ স্কোয়ার মিটারের নজরকাড়া লন।

শুধুমাত্র হোটেল নয়, ওড়িশায় বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করে চলেছে আইটিসি গ্রুপ। এর মধ্যে রয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ, বিস্কুট শিল্প, উৎপাদন শিল্প প্রভৃতি।

দেশের ৭০টি জায়গায় বর্তমানে আইটিসি-র ১০০টির বেশি হোটেল রয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img