হোমঅন্যান্যপ্রযুক্তির দুনিয়ায় লিঙ্গ-বৈষম্য ঘোচাতে "উইমেন ইন টেক" স্কলারশিপ চালু করল প্র্যাক্সিস

প্রযুক্তির দুনিয়ায় লিঙ্গ-বৈষম্য ঘোচাতে “উইমেন ইন টেক” স্কলারশিপ চালু করল প্র্যাক্সিস

প্রযুক্তির দুনিয়ায় লিঙ্গ-বৈষম্য ঘোচাতে “উইমেন ইন টেক” স্কলারশিপ চালু করল প্র্যাক্সিস

প্রযুক্তির দুনিয়ায় লিঙ্গ-বৈষম্য ঘোচাতে “উইমেন ইন টেক” স্কলারশিপ চালু করল দেশের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান প্র্যাক্সিস বিজনেস স্কুল। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে ভারতের প্রথম মহিলা প্যারালিম্পিক পদক বিজয়ী, পদ্মশ্রী এবং মেজর ধ্যানচাঁদ খেল রত্ন প্রাপক দীপা মালিকের উপস্থিতিতে এই স্কলারশিপ চালু করা হয়।

প্র্যাক্সিসে পিজিডিএম, ডেটা সায়েন্স এবং ডেটা ইঞ্জিনিয়ারিং, সব বিভাগে যোগ্যতা অর্জনকারীদের “উইমেন ইন টেক” স্কলারশিপ প্রদান করা হবে।

প্র্যাক্সিস বিজনেস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক চরণপ্রীত সিং বলেন, “প্র্যাক্সিসের ১৪ বছরের যাত্রা পরিপূর্ণতায় ভরা। সদ্য প্রকাশিত অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিন র‌্যাঙ্কিংয়ে আমাদের ডেটা সায়েন্স প্রোগ্রামটি ২০২১ সালে দেশের মধ্যে সেরা স্থান পেয়েছে। আমাদের প্রতিষ্ঠানে সফল, প্রতিভাবানদের মধ্যে ৫০ শতাংশই নারী। আমরা বিশ্বাস করি যে, দেশের নারীদের প্রতিভা উপলব্ধি না করতে পারলে ডিজিটাল দুনিয়ায় নেতৃত্ব অর্জন করা যাবে না।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্র্যাক্সিস বিজনেস স্কুলের ডিরেক্টর পৃথ্বীশ মুখার্জিও।

২০০৭ সালে কলকাতায় প্র্যাক্সিসের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে কলকাতা এবং বেঙ্গালুরুতে এর দুটি ক্যাম্পাস রয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img