করোনার ধাক্কায় রেলের আয়ে বিপুল ঘাটতি। আগের অর্থবর্ষের তুলনায় এ বছর রেলের আয় কমেছে ৩৪,১৪৫ কোটি টাকা। লোকসভায় এই তথ্য পেশ করেছেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণো। এর মধ্যে যাত্রী ভাড়া বাবদ ক্ষতির পরিমাণই বেশি।
রেলমন্ত্রীর দেওয়া হিসেব বলছে, যাত্রী ভাড়ার ক্ষেত্রে আয় আগের বছরের চেয়ে ৩৫,৪২১ কোটি টাকা কম। ট্রেনের বগি ভাড়া দিয়েও আয় কমেছে ২,৫৪৪ কোটি টাকা। তবে পণ্য পরিবহণে আয় আগের বছরের তুলনায় ৩,৭৪৪ কোটি টাকা বেড়েছে। তাই মোট ক্ষতির পরিমাণ কিছুটা কমেছে।
২০১৯-২০ অর্থবর্ষে যাত্রী ভাড়া থেকে রেলের আয় ছিল ৫০,৬৬৯.০৯ কোটি টাকা। সেটা এ বার কমে হয়েছে ১৫২৪৮.৪৯ কোটি টাকা। অন্য দিকে পণ্য পরিবহণ থেকে আয় ১১৩৪৮৭.৮৯ কোটি থেকে বেড়ে হয়েছে ১১৭২৩১.৮২ কোটি টাকা।করোনার জেরে এ বছরও দীর্ঘদিন রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।