হোমব্যবসাএবার ভারতজুড়ে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা শ্যাম স্টিলের

এবার ভারতজুড়ে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা শ্যাম স্টিলের

এবার ভারতজুড়ে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা শ্যাম স্টিলের

পূর্ব, উত্তর-পূর্ব ভারত এবং উত্তর ভারতে ব্যবসায়িক সাফল্যের পর এবার দেশের অন্যত্র ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে শ্যাম স্টিল। এই তিনটি জোনে বর্তমানে এই নামী ইস্পাত সংস্থার ৬ হাজারের বেশি বেশি ডিস্ট্রিবিউটর, ডিলার এবং রিটেলারের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।

এবার মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে আরও ৫০০ ডিস্ট্রিবিউটর, ডিলার এবং রিটেলার নিযুক্ত করা হচ্ছে। এর ফলে এখন থেকে  Shyam Flexi Strong TMT Rebar মধ্য, পশ্চিম এবং দক্ষিণ ভারতেও পাওয়া যাবে।

ইস্পাতের পাশাপাশি টিএমটি বার উৎপাদনেও বিশেষ জায়গা করে বাংলার এই সংস্থা। টিএমটি-র চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শ্যাম স্টিলের ডিরেক্টর সুকেত বেড়িওয়াল (Suket Beriwal, Director, Shyam Steel) বলেন, “মধ্য, পশ্চিম এবং দক্ষিণ ভারতের মানুষের কাছে কম দামে উন্নত মানের টিএমটি বার পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

১৯৫৩ সালে এই বাংলা থেকেই যাত্রা শুরু করেছিল শ্যাম স্টিল। ২০২০-২১ অর্থবর্ষে সংস্থার ব্যবসায়িক লেনদেন পৌঁছেছে ৩ হাজার কোটি ছাড়িয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img