শ্যামল সান্যাল : এই কলকাতা একটা, না অনেকগুলো, কেউ ঠিকঠাক জানে কি? এক জীবনেও বিচিত্র কল্লোলিনী কলকাতা চেনা হয়ে ওঠে না। কোথায় যেন নারীর মত রহস্যময়তা, অর্ধেক জানা। অনেক অজানা।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মানেই তো সেই বোলপুর, শান্তিনিকেতন। এখন রোজ খবরের শিরোনামে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্যকে ঘিরেই যত কান্ড বোলপুরে।
কিন্তু ক’জন জানেন এই বিশ্বভারতীর মূল অফিসের ঠিকানা কলকাতায়?
বেকবাগানের বিশাল ভবনটি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় লেডি রাণু মুখার্জি ওই বাড়িটি দান করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। সে আরেক গল্প।
কিন্তু এখন বাড়িটির দেওয়াল জুড়ে রয়েছে স্লোগান। কারা লিখলেন, কেউ জানে না। যাঁর বিরুদ্ধে লেখা, তিনি এই ভবনে আসেন না। যদিও এখানে একটা তাঁর বিশাল অফিস ঘর রয়েছে।
ছবি : শামল সান্যাল ।