ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন এলাকার। বেশিরভাগ এলাকাই ভেসে গিয়েছে। বুধবার সকাল থেকেই দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ধোবলা, কচুবেড়িয়া, সুমতিনগর, গঙ্গাসাগর প্রভৃতি এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন দুর্গতদের সঙ্গে। বিভিন্ন ত্রাণ শিবিরও পরিদর্শন করেন বঙ্কিমবাবু।
বঙ্কিমবাবু বলেন, সুন্দরবনের সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা সহ প্রত্যন্ত এলাকাগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তীর্ণ অংশ জলে ভেসে যাওয়ায় মানুষ চরম দুর্দশায় পড়েছেন। বুধবার বঙ্কিমবাবুকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী ২৮ তারিখ দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন। তবুও সুন্দরবনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। কোথায় কোথায় কী কী ক্ষতি হয়েছে, তাঁকে সব জানিয়েছি।”