হোমকলকাতাআইনরক্ষকদের লাঠিচার্জ নিয়ে বিতর্ক, নজর কাড়ল বিধাননগর পুলিশের গান্ধীগিরি

আইনরক্ষকদের লাঠিচার্জ নিয়ে বিতর্ক, নজর কাড়ল বিধাননগর পুলিশের গান্ধীগিরি

আইনরক্ষকদের লাঠিচার্জ নিয়ে বিতর্ক, নজর কাড়ল বিধাননগর পুলিশের গান্ধীগিরি

সুতপা সরকার, সল্টলেক : ছেলের জন্য দুধ কিনতে বেরিয়ে পুলিশের মারে এক যুবকের মৃত্যুকে ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। জায়গায় জায়গায় বেপরোয়া জনতাকে বাগে আনার নামে গুন্ডামির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ব্যাপারে পুলিশকে ইতিমধ্যে সতর্কও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু পুলিশের লাঠিচার্জ চলছে। এই বিতর্কের মধ্যেই নজর কাড়ল বিধাননগর পুলিশের গান্ধীগিরি।

লকডাউনের মধ্যে বৃহস্পতিবার যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের কাছে হাত জোড় করে ঘরে থাকার আবেদন জানাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও বৃহস্পতিবার রাস্তায় বেরোতে দেখা গেছে বহু মানুষকে। কেন এসময় ঘরে থাকা জ‍রুরি,তাও বোঝাচ্ছেন পুলিশকর্মীরা। নাকা চেকিংয়ের সময় যানবাহনের কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে।

সল্টলেক করুণাময়ী কাছে দেখা গেল, এক চিকিৎসক মাস্ক ছাড়াই স্কুটি নিয়ে বেরিয়েছিলেন। পুলিশের অনুরোধে মাস্ক পরার পরই তাঁকে যেতে দেওয়া হয়। তবে গত ২ দিনের তুলনায় আজ অনেক কম সংখ্যক মানুষজন রাস্তায় বেরিয়েছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img