ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের দরুণ আমেরিকায় মৃতের সংখ্যা ৩৬০০ , যা চিনে করোনার মৃতের সরকারি সংখ্যাকে ছাপিয়ে গেছে ৷ যে নাইন ইলেভেনের আক্রমণকে আমেরিকার জীবনের কালোতম দিন বলে ধরা হত ইতিমধ্যেই করোনা ভাইরাসের থাবা তাকেও ছাড়িয়ে গেছে ৷
খোদ নিউইয়র্কে ট্রাকে বোঝাই করে করোনা আক্রান্তদের মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এই হাহাকারের ছবি ভয় দেখাচ্ছে গোটা পৃথিবীকে ৷ মেয়র থেকে সাধারণ মানুষ সকলের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই মারণ ব্যধি ৷ মানসিক, অর্থৈনিতক মনোবল সব নিংড়ে শেষ করে দিচ্ছে এই মারণ ব্যাধি ৷ ইতালি সম্প্রতি জানিয়েছে মারণ এই ভাইরাসের প্রকোপ এবার বোধহয় একটু একটু করে কমবে ৷ যেভাবে লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল সেটা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে ৷ তবে এখনই এই মারণ আক্রমণ থেকে বাঁচার সম্ভবনা দূরঅস্ত৷
নিউইয়র্কে স্টেট এই মুহূর্তে করোনা ভাইরাসের এপিসেন্টার ৷ সেখানে ১৫৫০ মৃত, তার মধ্যে নিউইয়র্ক সিটিতেই সবেচেয়ে বেশি মৃত্যু৷ এর পাশাপাশি অবস্থার সঙ্গে লড়াই করতে গোটা হাসাপাতালের সব অংশই করোন চিকিৎসা-র জন্য করে দেওয়া হয়েছে ৷
তবুও লড়াইয়ের মন্ত্র সঙ্গে নিয়েই আরও একবার ঘুরে দাঁড়ানোর লড়াই লড়তে বদ্ধপরিকর আমেরিকা ৷ সমস্ত মেডিক্যাল ও আপতকালীন কর্মীরা নিজেদের সেরা দিয়ে এই মারণ রোগকে জয় করতে বদ্ধপরিকর ৷