সুতপা সরকার, বারাসত : লকডাউনের জেরে অনেক হতদরিদ্র পরিবারের আয় কার্যত বন্ধ হয়ে গেছে। সেইসব সহায়সম্বলহীন মানুষের সাহায্যে এগিয়ে এল বারাসত পুরসভা।
সোমবার বারাসতের ২৪ নম্বর ওয়ার্ডে খাদ্যদ্রব্য বিলি করেন পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি। প্রায় আড়াইশো পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পুরসভার পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিলি করা খাদ্য দ্রব্যের মধ্যে ছিল তিন কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল,এক কেজি চিড়ে, বিস্কুটের প্যাকেট এবং সাবান।
আগামী দিনগুলিতেও এই উদ্যোগ বজায় থাকবে বলে জানিয়েছেন বারাসতের পুরপ্রধান সুনীল মুখার্জি।